তাহিরপুরে বিএনপির কর্মী সমাবেশ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

তাহিরপুরে বিএনপির কর্মী সমাবেশ

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি :  তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন শনিবার বিকেলে তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তাহিরপুর পূর্ব বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতা প্রাপ্ত ,সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে বিশেষ অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এমপি প্রার্থী কামরুজ্জামন কামরুল,জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য এমপি প্রার্থী সালমা নজির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,এমপি প্রার্থী আনিসুল হক,জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সবুজ আলম,সাখাওয়াত হোসেন ,আবুল হুদা,একেএম নাসের উজ্জ্বল ভাস্কর রায়,সাইদুল কিবরিয়া,কৃষকদল সদস্য সচিব আবুল কালাম, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক, যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, নাছরুম,স্বেচ্ছাসেবক দল আহব্বায়ক শাহিন মিয়া,যুবদল নেতা জাহাঙ্গীর, শাহিন, সজল,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল সদস্য সচিব মুন্না, ছাত্রদল নেতা রাহুল, রাব্বি, ওহি,দেবাশীষ, সুহেল প্রমুখ।
সুনামগঞ্জ এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন, বাংলার ১৮ কোটি মানুষের আস্থার শেষ ঠিকানা তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল লন্ডনে আলোচনা করে অপেক্ষাকৃত বাংলাদেশেকে নতুন বার্তা দিয়েছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য বি এনপি দীর্ঘদীন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।খুনি হাসিনা পালিয়ে গেলেও তার রক্ষী বাহীনিরা আজও গাপটি মেরে আছে। সামনে নির্বাচন এই ক্রান্তিকাল সময়টুকু আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল যাকে মূল্যায়ন করবে আমরা তাকে নিয়েই নির্বাচন করে বিজয়ী করবো ইনশাআল্লাহ।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল ভোটের অধিকার আমরা পেতে যাচ্ছি, আমরা আশা করছি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্টিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দল কে আরও শক্তিশালী করে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য কাজ করে যেতে হবে।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, সামনে নির্বাচন তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের দুসররা এখনো সক্রিয় আছে, তাদের সকল ষড়যন্ত্র কে প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ