সাবেক এমপি প্রয়াত নজির হুসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫

সাবেক এমপি প্রয়াত নজির হুসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : শিক্ষাই জাতীর মেরুদণ্ড একটি শিক্ষিত সমাজই পারে একটি উন্নত দেশ গড়তে।এই মহান লক্ষকে সামনে রেখে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি সাবেক জেলা বি এনপির সভাপতি প্রয়াত নজির হুসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকার সময় এলাকার জনগন সহ সকলকে নিয়ে বাদাঘাট ইউনিয়নস্থ বিন্নাকুলি গ্রামে এই বিদ্যালয়টি উদ্বোধন করা হয়।

বিদ্যালয়টি উদ্ধোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি প্রয়াত নজির হুসেনের সহধর্মিণী সালমা নজির। সভায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম মহোদয়, তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,তাহিরপুর উপজেলা বি এনপির সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শিক্ষক নেতা চান মিয়া মাষ্টার, শ্রমিকদল সভাপতি ফেরদৌস আলম,শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা হান্নান মিয়া,জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল মিয়া,বিশিষ্ট লেখক সমাজ সেবক ও বি এনপি নেতা আবুল হুসেন, জেলা বি এনপি নেতা রায়হান উদ্দিন,সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সমাজ সেবক, লেখক,শিক্ষক সহ এলাকার জনগন।

সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, আমার রাজনৈতিক শিক্ষাগুরু যার হাত ধরে হাটি হাটি পা পা করে আমি আজ সকলের ভালবাসার কামরুল হয়েছি। তিনি আজ পৃথিবীতে নেই কিন্তুু ওনার সাথে স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাদের স্বরন করিয়ে দেয়। ওনার জীবদ্দশায় অনেক প্রতিষ্ঠান নির্মান করেছেন কিন্তু ওনার নামে কিছুই করেননি। আমি দোয়া করি আমাদের প্রিয় নেতাকে আল্লাহ বেহেশত নসিব করুন। এবং এই প্রতিষ্ঠান টি দাড় করাতে আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

তাহিরপুর উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম মহোদয় বলেন, তাহিরপুর উপজেলা শিক্ষার দিক থেকে অন্যান্ন উপজেলার চাইতে অনেক পিছিয়ে আছে। আজকে অত্র এলাকার প্রয়াত সংসদ সদস্য নজির হুসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের জন্য ওনার সহধর্মিণী সালমা নজির সহ এলাকার জনগন যে উদ্যোগটি গ্রহন করেছেন আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি প্রশাসনিক ভাবে যত ধরনের সহযোগিতার প্রয়োজন ইনশাআল্লাহ করবো।অত্র এলাকার অভিভাবকদের বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদের কে অংকুরে কাজে না লাগিয়ে তাদের লেখা পড়া করতে উৎসাহ প্রদান করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ