আব্দুস সামাদ আফিন্দী,বিশেষ প্রতিনিধি:: স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক জুলাই বিপ্লবের আন্দোলনে শহীদ হওয়া সাহসী তরুণ সোহাগের স্মৃতি রক্ষায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদুল আজহা উপলক্ষে শহীদের পরিবারকে সম্মান জানিয়ে ও সহযোগিতার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী গ্রামে শহীদ সোহাগের পিতা আবুল কালামের হাতে নগদ অনুদান তুলে দেন উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, সেক্রেটারি আবু নাবিল, সহকারী সেক্রেটারি আব্দুল মুহিত, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা তাজ মাহমুদ, ভীমখালী ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম উজ্জ্বল ও সেক্রেটারি আহসান হাবিব, সদর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান এবং সাচনা বাজার ইউনিয়ন সভাপতি আতিকুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, শহীদ সোহাগের আত্মত্যাগ জাতির জন্য গর্বের। তাঁর স্মৃতি ও ত্যাগ আমাদের আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে। জামায়াতে ইসলামী সবসময় শহীদের পরিবার ও নিপীড়িত মানুষের পাশে থাকবে বলেও আশ্বাস দেন নেতারা। এ অনুদান প্রদানের মাধ্যমে শহীদের পরিবারে কিছুটা হলেও ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন