ছাতক বাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোখলেছুর রহমান আকন্দ

প্রকাশিত: ৬:০১ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৫

ছাতক বাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোখলেছুর রহমান আকন্দ

ছাতক প্রতিনিধি : ছাতক উপজেলা বাসী সহ দেশ বিদেশে অবস্থানরত পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন প্রতি বছরের ন্যায় মুসলমান দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ও খুশির দিন ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। ঈদে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আসে ঈদুল আযহা। কোরবানী আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। তিনি আরো বলেন পশু জবাই করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য। পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাতক থানা পুলিশ সবসময় মাঠে রয়েছে এবং থাকবে। আপনারা সবাই সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন বলে প্রত্যাশা রাখি। এছাড়াও বন্যা কবলিত এলাকার মানুষকে সতর্কতা অবলম্বন সহ সবাইকে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানীর পশুর রক্ত ও বর্জ্য যথাযথ ভাবে পরিষ্কার করে নির্ধারিত স্থানে মাটি চাপা দেওয়ার আহবান জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ