ছাতকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যান ট্রাস্ট’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

ছাতকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যান ট্রাস্ট’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সুজন তালুকদার :  ছাতকের আইনাকান্দি গ্রামে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে ৩৫০ টি কর্মহীন,হতদরিদ্র ও অসহায় পরিবার’র মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্যাকেটজাত করে উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।

এসময় আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যান ট্রাস্ট’র সভাপতি যুক্তরাজ্য প্রবাসী, আলহাজ্ব খোয়াজ আলী,ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা ব্যবস্হাপনা পরিচালক,বিশিষ্ঠ সমাজসেবক আশিকুল ইসলাম আশিকের দিকনির্দেশনায় গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সদস্য রফিকুল ইসলামের পরিচালনায় আইনাকান্দি, শরিষাপাড়া, পাগনারপার,জিয়াপুর চার টি গ্রামের ৩৫০ জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
এসময় গ্রামের মুরুব্বি আব্দুল হাসিম,আনোয়ার ইসলাম, নুরুজ্জামান নোমান,কামরুজ্জামান, আমিরুল ইসলাম, বাবুল আহমদ, আলী আমজাদ,গিয়াস উদ্দিন,মনোহর আলী,সিরাজ উদ্দিন সহ আইনাকান্দি গ্রামের গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একাদিক, উপকারভোগী বলেন আলহাজ্ব খোয়াজ আলী সাহেব আমাদের মধ্যে নেই তবুও প্রতি বছর উনার সন্তানরা ঈদ ও রমজান আসলেই আমাদের পাশে দাড়ান। এছাড়াও বিভিন্ন সময়ে সামাজিক অনুষ্ঠানে সব সময় এলাকার সাধারণ মানুষকে সহযোগিতা করে আসছেন দীর্ঘদিন থেকে। এসময় উপকার ভোগীরা আশিকুল ইসলাম সহ পরিবারের সকলের দীর্ঘায়ু ও শারিরীক সুস্থতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ