বৈরী আবহাওয়ায় থেমে নেই বাদাঘাট ইউনিয়ন বি এনপির কর্মী সভা

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

বৈরী আবহাওয়ায় থেমে নেই বাদাঘাট ইউনিয়ন বি এনপির কর্মী সভা

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :. বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলীর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সুনামগন্জ এক নির্বাচনী এলাকা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যশী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট নারী নেত্রী সালমা নজির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এমদাদুল হুদা, আবুল হুদা, নাসের উজ্জ্বল, চাঁন মিয়া মাষ্টার, হাবিবুর রহমান, আবুল কালাম, শাখাওয়াত হোসেন, আজিজুল ইসলাম, আমির শাহ, সাইফুল ইসলাম, আলাল মিয়া প্রমুখ।

এমপি প্রার্থী সালমা নজির বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। তারেক রহমানের একত্রিশ দফাকে অনুসরন করে কাজ করবো।একত্রিশ দফা সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব।আমাদের নিম্ম এলাকা পাহাড়ি ঢলে বন্যার আশংকা রয়েছে তাই আপনারা সকলেই সচেতন থাকবেন।
বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে আপনারা কর্মী সভায় যোগদান করার জন্য আপনাদের ধন্যবাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ