সেলিম আহম্মেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ মে) দুপুর ২টার দিকে উপজেলা সদরের নোয়াবন্দ গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর অর্থায়নে ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের বাস্তবায়নে ৫০০ জন নিবন্ধিত শিশুদের মধ্যে ৪টি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
গাছ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবদুল্লাহ আল মাসুদ তুষার, ধর্মপাশা এপি ম্যানেজার সুমন রুরাম, পারি'র প্রোগ্রাম ম্যানেজার সমল মানখিন, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিক্তা চাকমা প্রমুখ।
এর আগে (২৭ মে) মঙ্গলবার উপজেলার সেলবরষ ও জয়শ্রী ইউনিয়নে ১ হাজার শিশুর মধ্যে এসব চারা গাছ বিতরণ করেন।
উপস্থিত বক্তারা বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। তাই গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন