সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদান, রেফারেল ও সংযোগ জোরদার করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প এ সভার আয়োজন করে। এতে ডা. আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার। প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমার পরিচালনায় এতে বক্তব্য দেন,
উপজেলা জনস্বার্থ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সংবাদ প্রতিনিধি সেলিম আহম্মেদ, প্রথম আলো প্রতিনিধি সালেহ আহমদ, সমকাল প্রতিনিধি এনামুল হক প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও সিজি কমিটির সভা গণ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন