সেলিম আহম্মেদ, ধর্মপাশা : সুনামগঞ্জের ধর্মপাশায় চুরির ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নাঈম মিয়া (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটককৃত নাঈম সেলবরষ ইউনিয়নের বনগাবী কুলনী পাড়া গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে ৩টি দোকান থেকে চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন নাঈমকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হলে সে জানায়, সেলিমের মনোহারী, সজীবের ফার্মেসি ও জয়নালের চায়ের দোকান থেকে এসব মালামাল চুরি করেছে। পরে ছেলে আটক হওয়ার খবর পেয়ে তার মা আসলে মালামাল রেখে তাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। চুরির বিষয়টি সকালে জানাজানি হলে চোরকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন দুপুরে ঘটনাস্থল থেকে নাঈমকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, চোরকে আটক করে আমাদের খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান, নাঈম একটি মাদক মামলার পলাতক আসামি ছিল। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন