গাছ থেকে নিচে পড়ে প্রাণ গেল শিশুর

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

গাছ থেকে নিচে পড়ে প্রাণ গেল শিশুর

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  গাছ থেকে নিচে পড়ে সুনামগঞ্জের ধর্মপাশায় শরিফুল ইসলাম রাহুল (১৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর নতুনপাড়া গ্রামে এঘটনা ঘটে। রাহুল ওই গ্রামের কাঠ মেস্ত্রী আমিরুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা জানান, রাহুল তাদের
পার্শ্ববর্তী একটি বাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ