প্রকাশিত: ৫:২০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৫
ছাতক প্রতিনিধি
ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরেফিন। শনিবার ৩ মে দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মহব্বতপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি তিনি সরজমিন পরিদর্শন করে এর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।তিনি এসময় বলেন সাধারণ মানুষের দ্রুত সেবা পাওয়ার ভরসা হলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলো। এই কেন্দ্র গুলো আমাদের টিকিয়ে রাখতে হবে। কর্তব্যরত চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি থাকলে সেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন সেবা গ্রহণ করতে পারবে। সেবার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রটিকে সাধারণ মানুষের আস্থার জায়গা হিসেবে পরিনত করতে হবে। গর্ভবতী মায়েদের সুচিকিৎসার ব্যবস্থা,বিভিন্ন পরীক্ষা করা এবং নরমাল ডেলিভারির ব্যবস্থার ব্যবস্থা রয়েছে এসব কেন্দ্রে। তিনি বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যারা কর্মরত রয়েছেন তারা দায়িত্বের সাথে চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest