ভাতিজিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

ভাতিজিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে জখম

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  তাহিরপুর উপজেলার বালিজুরি আলিয়া মাদ্রসার দুই শিক্ষার্থী মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চাচাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে, মেহেদী হাসান (২৫) হিমেল ( ২২)মারুফ মিয়া ( ২৬)তৌশিক মিয়া( ২২)রকি ( ২৩)নামের যুবকদের বিরুদ্ধে।

সোমবার উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারুংকা মুচি বাড়ির সামনের কাচা রাস্তায় এ ঘটনা ঘটে

এ ঘটনায় আহত নজরুল ইসলাম ৩৫ কে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সরকারি হাসপতালে ভর্তি করা হয়।

নজরুল ইসলাম জানান বিবাদীরা উশৃংখল সন্ত্রাসী এরা মানুষকে অত্যাচার নির্যাতন করে সবসময়। এদের অত্যাচারে ছেলে মেয়েরা ঘর থেকে বেরুতে সাহস পায়না, এরা হলো ইভটিজার।এদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন।আমার ভাতিজি সহ আশ পাশের মেয়েরা বালিজুরি আলিয়া মাদ্রাসা স্কুল কলেজে আশা যাওয়ার পথে প্রায় দিনই মেয়েদের উত্তত্ব করে থাকে এই ভখাটেরা। প্রতিদিনের ন্যায় আমার দুই ভাতিজি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা গতিপথ বন্ধ করে অশ্লিল ভাষায় কথা বার্তা বলে এবং উত্তত্ব করে। ভোক্তভোগিদের চিৎকার শুনে আমি এগিয়ে এসে তাদের এমন ব্যাবহারে কথা জিজ্ঞেস করলে ইভটিজাররা আমাকে প্রানে মারার জন্য দেশিয় অশ্র দিয়ে আগাত করে রক্তাত্ব করে ।পরে আমাকে এলাকার জনগন ইভটিজারদের হাত থেকে রক্ষা করে হাসপতালপ ভর্তি করে। আমি এই সকল সন্ত্রাসী চাঁদাবাজ ইভটিজারদের কঠিন বিচার দাবি করছি।

মেয়েদের কে উত্তত্ব করার ঘটনাকে কেন্দ্র করে বারুংকা গ্রামে প্রতিবাদের ঝড় বইছে যে কোন সময় অপ্রতিকর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গ্রামবাসী একাদিক মানুষের বক্তব্য হলো আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসায় আসা যাওয়া করতে পারেনা এই সকল বখাটে নেশাখোরদের জন্য। এরা স্কুলে আসা যাওয়ার রাস্তায় ইভটিজিং সহ অকথ্য ভাষায় কথা বলে প্রশাসনের কাছে আমরা গ্রামবাসী অনুরোধ করছি অতিদ্রুত এদের আইনের আওতায় এনে বিচারের ব্যাবস্থা করে আমাদের ছেলেমেয়েদের লেখা পড়ার সুযোগ করে দেন।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভিযোক্ত মেহেদী, হিমেল, মারুফ, রকি কাউকেই পাওয়া যায়নি।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ