আন্তর্জাতিক শ্রমিক দিবসে ছাতক উপজেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র‍্যালী

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মে ১, ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ছাতক উপজেলা  শ্রমিক ফেডারেশনের উদ্যোগে র‍্যালী

সুজন তালুকদার
মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা মে বৃহস্পতিবার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট বিকেল সাড়ে তিন টায় এলাকায় র‍্যালী শেষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আহমদ হিরনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দগঞ্জ ফজলিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শাহ আলম,রিয়াজুল ইসলাম তালেব,উপদেষ্টা রেজাউল করিম রেজা,জেলা কোষাধক্ষ ওয়াসিদ আলী,সিলেট মহা নগর শ্রমিক নেতা ওবায়দুল হক শাহীন,ছাতক উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাকির হোসেন,সহকারী সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল গোবিন্দগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী,মাওঃ সালাহ উদ্দিন,সিলেট মহানগর শ্রমিক নেতা সফির আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হক,চরমহল্লা ইউনিয়ন শাখার সভাপতি আবুল হাসনাত,উওর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি শাহাব উদ্দিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মস্তাব আলী,ভাতগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আলী হোসেন,কালারুকা ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ জুবায়ের আহমদ,সিংচাপইড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সৈদেরগাঁও ইউনিয়ন শাখার সাধারণ আদিল হাসান,ডাক্তার মুজিবুর রহমান মুজিব,ছাত্রনেতা মতিউর রহমান, হোসেন, কালারুকা ইউনিয়ন ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার অলিউর রহমান, কামাল হোসেন তাহমিদ আলম,দেলোয়ার হোসেন,হাফিজ আবু খালেদ, ব্যবসায়ী ইব্রাহিম আলী দিলোয়ার হোসেন,হোসেন আহমদ,সহ জেলা উপজেলা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।