তাহিরপুরে নর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫

তাহিরপুরে নর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”-এই স্লোগানকে সামনে রেখে তাহিরপুরে পালিত হয়েছে মহান মে দিবস।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম । পরে উপজেলা অডিটোরিয়াম কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহর কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, বি এনপি নেতা সাইদুল কিবরিয়া, উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন,ইউপি সদস্য তুজাম্মেল হক নাছরুম স্বেচ্ছাসেবক দল নেতা আবুজহর,শিপুল,সোহাগ, শাজাহান,নূরকামাল,ছাত্রদল নেতা রাব্বি রাহুল, সাংবাদিক তানবীর, শ্রমিক নেতা তুহিন আল আমিন,সামায়ুন,তাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, শ্রমিকদের হাত ধরে আধুনিক সভ্যতা শিল্পায়ন, নগরায়ন উন্নয়ন হচ্ছে,শ্রমিকদের এই অবদান অশ্বিকার করার মত নয়।শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে দ্রুত সময়ের মধ্যে আদায় কর হয় সেদিকে মালিক পক্ষকে সজাগ থাকতে হবে।তিনি বলেন আমরা যখন কাজ করবো তখন আমাদের স্বাস্থ্যের প্রতি যত্বশীল হতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ