প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫
সেলিম আহম্মেদ,ধর্মপাশা : পুলিশী অভিযানে আটক হওয়া যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটককৃত যুবলীগ নেতা দুলা মিয়া (৫২) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিল বলে জানা যায়।
গতকাল (২৯ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। পরে থানা হাজতখানায় না রেখে ভিআইপিভাবে বিশেষ কক্ষে রাখা হয় তাকে। উপস্থিত সাংবাদিকেরা তথ্য চাইলে সহকারী পুলিশ সুপার ( ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, যুবলীগ নেতার পদ পদবী যাচাই-বাছাইয়ের পর আগামীকাল (বুধবার) সকালে তথ্য দেওয়া হবে। কিন্তু সাংবাদিকেরা থানা এলাকা ত্যাগ করার পর পরেই যুবলীগ নেতাকে ছেড়ে দেয় পুলিশ। এতে স্থানীয় ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুনেছি যুবলীগ নেতার বড় ভাই ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোনা মিয়া বিভিন্ন তদবির করে তার ভাইকে ছাড়িয়ে নিয়ে গেছে, এমনটা দল সমর্থন করে না! আর পুলিশ কেন ধরলো কেনইবা ছাড়লো এনিয়ে প্রশ্ন থেকেই গেল।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, একটি পোস্টারে তার পদ পদবী দেখে তাকে আটক করা হয়েছিল। পরে কোন কমিটিতে তার নাম না পাওয়ায় তার বড় ভাইয়ের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ জানান, আওয়ামী অঙ্গ সংগঠনের কোন কমিটিতে তার নাম পাওয়া যায়নি, এছাড়া সে বিভিন্ন রোগে আক্রান্ত একজন মানুষ। পুলিশ নিরাপত্তায় সে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest