ধর্মপাশায় মা ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ধর্মপাশায় মা ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :সুনামগঞ্জের ধর্মপাশায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি মা ও শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১১টায় মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশ এপি’র উদ্যোগে, উপজেলা সদরের কান্দাপাড়া, লংকাপাতারিয়া, হলিদাকান্দা, সেলবরষ ইউনিয়নের রংপুর কমিউনিটি ক্লিনিকে প্রাতিষ্ঠানিকভাবে  ডেলিভারি ৫০জন মা ও শিশুর মধ্যে ১টি করে টাওয়াল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার,স্বাস্থ্য সহকারী সৈয়দ মাহমুদ আলম (খোকন), কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ পাল, মা ও শিশু স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমা, সংবাদ প্রতিনিধি সেলিম আহম্মেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ