প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি’র পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
রোববার (২৭এপ্রিল) সকালে জামালগঞ্জ উপজেলার নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল দুইশতাধিক পরিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক মানবাধিকার সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমেদ,নওয়াগাঁও মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ নুরুল আলম,
সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী,সহ সমন্বয়ক (জামালগঞ্জ সদর) সাইফুর রহমান,
বেহেলী টিম লিডার(ভারপ্রাপ্ত) আবু ইউসুফ নাঈম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
উল্লেখ্যযে,এর আগে উপজেলার দুটি এসএসসি পরিক্ষার কেন্দ্রে ১হাজার শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
পরিক্ষার্থীরা জানান,তীব্র গরমে পরিক্ষার হলে পানির পিপাসা পায় বাহিরে বের হলে সময়ের অপচয় হয়।
সুপার সিক্সটির বিশুদ্ধ পানি বিতরণের কার্যক্রম সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসার দাবিদার।
অভিভাবকরা জানান,জামালগঞ্জে আরো সংগঠন রয়েছে কেউ এধরনের কার্যক্রমে এগিয়ে আসেনি সুপার সিক্সটি এধরনের কার্যক্রম যেনো সবসময় চলমান থাকে।
এসময় বক্তারা জানান, সুপার সিক্সটি”র পক্ষ থেকে সংগঠনের সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর এর নির্দেশে তীব্র গরমে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আজকে আমাদের এ আয়োজন। আমরা মানবাধিকার সংগঠন সবসময় জামালগঞ্জবাসীর কল্যাণে মানুষের অধিকার আদায়ে কাজ করছি এবং ভবিষ্যতে আমাদের জনকল্যাণমুলক ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাবো।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest