ধর্মপাশায় পুষ্টি মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

ধর্মপাশায় পুষ্টি মেলা অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে বৃহস্পতিবার সকাল ১১টায় পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধর্মপাশা এপি’র অর্থায়নে, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এ পুষ্টি মেলার আয়োজন করেন।

কর্ম এলাকার মা এবং যত্নশীলদের পুষ্টি ও খাদ্যের ভুল ধারণা, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস, সুষম খাবারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তর আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার, ভারপ্রাপ্ত এপি ম্যানেজার সুমন কুবি, পারি’র প্রোগ্রাম ম্যানেজার সমল মানখিন, ডাঃ আফজালুল রহমান, স্বাস্থ্য পরিদর্শক বিভুভূষন দাস, এমএফটি, ইপিআই গোলাম আসফার, স্বাস্থ্য সহকারী সৈয়দ মাহমুদ আলম খোকন,পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা সিক্তা চাম্বুগং প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ