তাহিরপুরে বোর ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫

তাহিরপুরে বোর ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম

স্টাফ রিপোর্টার তাহিরপুর :  তাহিরপুরে অভ্যন্তরীণ বোর ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। একজন কৃষকের কাছ থেকে এক মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে ধানক্রয় সংগ্রহ অভিযান শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক জুনাব আলী, উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা নুরুল হক,বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাইদুল কিবরিয়া, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রোকন উদ্দিন ইউপি সদস্য শফিক মিয়া, তুজাম্মিল হক নাসরুম,যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, প্রকৃত কৃষকদের হয়রানি করা যাবেনা।তাদের ধান যাতে সঠিক ভাবে দিতে পারে সে ব্যাবস্থা করতে হবে।ধান ক্রয়ে কোন অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, অতিতে প্রকৃত কৃষকরা গুদামে ধান দিতে পারেনি। কৃষকরা ধান দিতে গেলে হয়রানীর স্বিকার হতে হয়েছে।ফুরিয়া ব্যাবসায়ীরা গুদাম দখল করে নিত।এবৎসর কোন ফুরিয়াবাজ ব্যাবসায়ী গুদামে ধান দিতে পারবেনা। প্রকৃত কৃষকদের যাচাই বাচাই করে তাদের ধান সংগ্রহ করবেন কর্তৃপক্ষ।

উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক বলেন, এ বছর তাহিরপুর উপজেলা খাদ্য গুদামে এক হাজার আটাশি মেট্রিক টন ধান ক্রয়ের বরাদ্দ দিয়েছে সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ