জামালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

জামালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জে দোকানের সামনে দাঁড়িয়ো থাকার সময় মোটর সাইকেলের ধাক্কায় বৃন্দা রায় (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের মেয়ে। মঙ্গলবার (২২এপ্রিল) দুপুর ২টায় সাচনা-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের ভরতপুর গুদারাঘাটের মালেক মিয়ার দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি গুদারা ঘাটের দোকানের সামনে দাঁড়ানো ছিলো। এসময় সুনামগঞ্জ থেকে আসা একটি মোটর সাইকেল তার উপরে তুলে দেয়। এতে সে গুরুতর আহত হলে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া জানান, মোটর সাইকেল দূর্ঘটনায় করে গাড়ি রেখে চালক পালিয়ে যায়, তার ব্যবহৃত মোটর সাইকেলটি মালেকের মিলে আটক করা হয়েছে।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, এবিষয়ে জামালগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ