বাদাঘাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

বাদাঘাট বাজারে  অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি ::

তাহিরপুর উপজেলার বৃহৎ বাদাঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার বাদাঘাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম।

উচ্ছেদ অভিযানে বাদাঘাট বাজারের কয়েকজন ব্যবসায়ীর দখলে থাকা কাঠপট্টির একটি রাস্তা থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে করেন তিনি। এছাড়া বাজারের তিন দোকানীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ হাফিজুল ইসলাম, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম শাহ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদাঘাট বাজার বণিক সমিতির মাধ্যমে সরকারি জায়গা অবৈধ ভাবে দখলে থাকা ব্যবসায়ীদের কয়েকবার জানানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাজারের একটি রোড অবৈধ স্থাপনা দিয়ে দখল করে রেখেছে। তাদের কবলে থাকা এসব অবৈধ স্থাপনা উদ্ধার করে রাস্তাটি জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।