জনপ্রিয় কন্ঠ শিল্পী পাগল হাসান স্মরণে ছাতকে আলোচনা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

জনপ্রিয় কন্ঠ শিল্পী পাগল হাসান স্মরণে ছাতকে আলোচনা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত

সুজন তালুকদার
ভাবধারার প্রখ্যাত কন্ঠ শিল্পী মরহুম মতিউর রহমান ওরফে (পাগল হাসান) স্মরণে তার জন্ম ভূমি ছাতকে আলোচনা সভা ও স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার বিকেল ৩ টা হতে রাত ১২ টা পর্যন্ত ছাতক শহরের সুরমা ব্রীজ প্রবেশ পথ প্রস্তাবিত পাগল হাসান চত্তর সংলগ্ন মাঠে বিশাল আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
পাগল হাসান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন,প্রখ্যাত শিল্পী আসিফ আকবর,ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল,শিল্পী এফ এ সুমন, কিশোর পলাশ,
পারভেজ খান,বন্যা তালুকদার ও সাংবাদিক খালেদ মিয়া।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পাগল হাসান স্মৃতি পরিষদের আহবায়ক ইজাজুল হক রনি।অনুষ্ঠান পরিচালনা
করেছেন সিলেটের জনপ্রিয় উপস্থাপক হেপী জান্নাত।
বিকেল ৩ টায় অনুষ্ঠান শুরু হলেও আলোচনা ও আসিফ আকবরের গানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্টান শেষ হয়।
সন্ধ্যার পর গানের অনুষ্ঠান শুরু করা হয়। এ অনুষ্ঠান রাত ১২ টা পর্যন্ত চলছিলো। অতিথি ও স্থানীয় শিল্পীবৃন্দের গানে- গানে রাত ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে ।মনোজ্ঞ এই অনুষ্ঠানে এফ এ সুমন, কিশোর পলাশ,পারভেজ খান,বন্যা তালুকদার পাগল হাসান রচিত গানগুলো করেছেন বেশি।
স্থানীয় শিল্পীরা ও হাজার-হাজার দর্শকদেরকে গানে-গানে মাতিয়েছেন। অনুষ্ঠানে পাগল হাসানের মা,স্ত্রী,দুই ছেলে, পাগল হাসান স্মৃতি পরিষদের সদস্য,উপদেষ্টা পরিষদের সদস্য,পুলিশ,সাংবাদিক,সেনাবাহিনী,সরকারি কর্মকর্তা ও হাজার-হাজার নারী-পুরুষ দর্শক ও দেশের বিভিন্ন এলাকা থেকে পাগল হাসানের ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ