ছাতকের সৈদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

ছাতকের সৈদেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত

সুজন তালুকদার :  ছাতক উপজেলার সৈদেরগাঁও সরকারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ১৬ এপ্রিল বুধবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে, ৯৫ নং সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন । অভিযোগ থেকে জানা যায়, বুধবার রাতে বিদ্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা বিদ্যালয়ের ৫ টি সিলিং ফ্যান,২টি ডিউবলাইট, ২টি বাল্ব, ১৪ টি দরজা জানালার পর্দা,সহ মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। প্রতিদিনের মতো সকালে নিজ দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান শিক্ষিকা সুলতানা জাহান কে মোবাইল ফোনে বিষয়টি জানান স্থানীয় লোকজন। বিদ্যালয়ে গিয়ে তালা ভাঙ্গা দেখে তিনি বিদ্যালয় এড হক কমিটির সদস্য গয়াছ মিয়া তালুকদার,সৈয়দ মুজিব আলম,বিদ্যালয়ের সাবেক সভাপতি সমরাজ আলী,সাবেক সভাপতি সৈয়দ ইকবাল হোসেন মতিন,সমাজ সেবক কাজী মাস্টার এনামুল হক, সমুজ মিয়া,সাংবাদিক সুজন তালুকদার সহ গ্রামবাসী ও বর্তমান এড হক কমিটির নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করেন তিনি।পরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকুল দাস কে ও বিষয়টি অবহিত করে, ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।দিকে সন্ধায় জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কবিরের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআই সঞ্চয়। বিদ্যালয়ে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী তুলেছেন সৈদেরগাঁও গ্রামের সর্বস্তরের লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ