ধর্মপাশায় স্বাস্থ্য সেবায় অবদান রাখায় সম্মাননা প্রদান

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

ধর্মপাশায় স্বাস্থ্য সেবায় অবদান রাখায় সম্মাননা প্রদান

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশায় স্বাস্থ্য সেবায় অবদান রাখায় ৩টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সম্মাননা প্রদানের আয়োজন করেন বেসরকারি সংস্থা মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার।

মা ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা সুব্রত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, স্বাস্থ্য পরিদর্শক মো.আব্দুল আজিজ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মুজাহিদ মিয়া, সিজি কমিটির সদস্য মো. জুলফিকার আহমেদ, রমজান মিয়া, সিএইচসিপি লাভনী আক্তার, মহিবুর রহমান ও ফাতেমাতুজ জহুরা প্রমুখ।

সম্মাননা পুরস্কার পেয়েছেন উপজেলা সদর ইউনিয়নের কান্দাপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লাভনী আক্তার, সেলবরষ ইউনিয়নের মুদাহরপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফাতেমাতুজ জহুরা ও রংপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মহিবুর রহমান।

বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন, ধর্মপাশা এপি’র কার্যক্রমকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকলকে আন্তরিক ও জবাবদিহিতার মধ্যে থেকে দায়িত্ব পালনরর নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ