যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে আনোয়ারপুর ব্রীজ সংলগ্ন বাঁশের বেড়া তৈরি

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে আনোয়ারপুর ব্রীজ সংলগ্ন বাঁশের বেড়া তৈরি

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  যাদুকাটা নদীতে বালু খেকুদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক আনোয়ারপুর ব্রীজ সংলগ্ন স্থানে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে বাঁশের বেড়া তৈরি করা হয়েছে।

বোধবার আনোয়ারপুর ব্রীজের নিচে যাদুকাটা নদীর মোহনায় আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেওয়া হয়, যাতে কোনো নৌযান চলতি নদে ঢুকতে না পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এবং তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত থেকে যাদুকাটা নদীর চলতি মুখে বাঁশের বেড়া তৈরি করেন যাতে করে অবৈধভাবে কেউ বালু পাথর উত্তোলন এবং পরিবহন করতে না পারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, যাদুকাটা নদীতে এখন বালু পাথর উত্তোলন বন্ধ রয়েছে, কেউ অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও পরিবহন করতে না পারে সেজন্য আমরা আজকে সকলের উপস্থিতিতে আনোয়ারপুর ব্রীজের নিচে বাঁশের বেড়া স্থাপন করেছি। কেউ এই বাঁশের বেড়া ভাংতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন,, নদটি থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশের নিয়মিত টহল থাকবে। বাঁশের বেড়া কেউ ভাংতে চেষ্টা করলে তাদের কে কঠোর হাতে দমন করা হবে। যারাই অবৈধভাবে নদে প্রবেশের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ