প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
সেলিম আহম্মেদ,ধর্মপাশা : উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় বোরো ধান কর্তন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়। ধান কর্তন উৎসবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, জুলফিকার আলী ভুট্টো, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ, এনামুল হক এ্যানি, শহীদুল ইসলাম শাহীন প্রমুখ।
এ বছর বাম্পার ফলনের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। তিনি বলেন, ৩১হাজার ৯১০ হেক্টর বোর জমিতে ১লক্ষ ৯৬ হাজার ২৫০ মেট্রিক টন ধান উৎপাদিত হবে। যার বাজার মূল্য ৫৫০ কোটি টাকার মতো।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest