ধর্মপাশায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

ধর্মপাশায় ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশায় ইয়বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল ) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.সোহেল (৩৮) মিয়া ওই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ জানান, সোহেল দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গতকাল রাতে ওই গ্রামে মাদক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৯০পিছ ইয়াবা, ১৩১০টাকা, একটি স্মার্টফোনসহ থাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ