প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আ.লীগ সমর্থিত পিংকু সরকার ওরফে নিলোৎপলের বিরুদ্ধে। নিলোৎপল উপজেলা সদরের জমশেরপুর গ্রামের পংকজ সরকারের ছেলে।

জানা যায়, ২৩-২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় গেল বছরের ২১ এপ্রিল উপজেলা সদরের ৩ নং ওয়ার্ডের জমশেরপুর গ্রামের মনমোহন রাজের বাড়ি থেকে উব্দাখালী নদী পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে বরাদ্দকৃত টাকা থেকে ১১জুন ৫০ হাজার টাকা উত্তোলন করে নিলোৎপল। প্রকল্পের জায়গায় কোন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসীরা জানান, পিংকু সরকার ওরফে নিলোৎপল তৎকালীন এমপি রনজিত চন্দ্র সরকারের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ, ভোগ দখল, চাঁদাবাজি করে বেড়াতো। অসামাজিক কার্যকলাপ, মাদক ব্যবসা থেকে শুরু করে ইজারা দালালিসহ বিভিন্ন অপকর্মকাণ্ডে লিপ্ত ছিলো। জমশেরপুর গ্রামের এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাস্তাটি মেরামত না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। আ.লীগ সমর্থিত পিংকু সরকারকে আইনের আওতায় এনে আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও গ্রামের জনকল্যানে রাস্তাটি মেরামতের দাবি তাদের।

এবিষয়ে পিংকু সরকার ওরফে নিলোৎপল বলেন, প্রকল্পটি আমার নামে হলেও টাকা উত্তোলন করে নেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সোহাগ। তিনি গেল বছরের ২৭ নভেম্বর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ায় কাজটি বাস্তবায়ন হয়নি। তবে কাজটি বাস্তবায়ন করার আশ্বাস দেন পিংকু।

বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ