প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
ফিলিস্তিন
মাওলানা নূরুল আলম (সাতক্ষীরা)
রোজই শুনি সবার কাছে
ফিলিস্তিনিদের কথা,
তাদের কথা শুনে মনে
লাগে দারুন ব্যাথা !
চাই যে তারা স্বাধীনতা আর
সব মানুষের অধিকার,
তবে কেন ইহুদি দস্যুরা
মারছে তাদের বার বার ! ?
১ম কিবলা মোদের মসজিদুল আকসা
করছে তারা রাজধানী,
মুসলমানদের মারছে তারা
তারাই আসল খুনি !
বিশ্ব জুড়ে ঝড় উঠেছে
এক হও মুসলিম আজ
জাগো মুসলিম প্রতিবাদ কর
এটাই ঈমানদারের কাজ !
কুরআনকে সবাই বন্ধু কর
হাদিসকে কর সাথি,
সবার আগে বাচবে তুমি
বাচবে সারা মুসলিম জাতি !
আমি যদি জানতাম
কেমনে করে গুলি ?
সেথায় গিয়ে উড়িয়ে দিতাম
ইজরাঈলিদের খুলি !
কিন্তু ও সব নেইতো আমার
আছে শুধু মন,
ফিলিস্তিনিদের জন্য কাদি
তাইতো সারাক্ষণ।
(প্রভাষক আরবি,নওয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সুনামগঞ্জ,সিলেট)
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest