ফি‌লি‌স্তি‌ন নি‌য়ে ক‌বিতা- মাওলানা নূরুল আলম (সাতক্ষীরা)

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ফি‌লি‌স্তি‌ন নি‌য়ে ক‌বিতা- মাওলানা নূরুল আলম (সাতক্ষীরা)

ফি‌লি‌স্তি‌ন
মাওলানা নূরুল আলম (সাতক্ষীরা)

‌রোজই শু‌নি সবার কা‌ছে
ফি‌লি‌স্তি‌নি‌দের কথা,
তা‌দের কথা শু‌নে ম‌নে
লা‌গে দারুন ব্যাথা !

চাই যে তারা স্বাধীনতা আর
সব মানু‌ষের অধিকার,
ত‌বে কেন ইহু‌দি দস্যুরা
মার‌ছে তা‌দের বার বার ! ?

১ম ‌কিবলা মোদের মস‌জিদুল আকসা
কর‌ছে তারা রাজধা‌নী,
মুসলমান‌দের মার‌ছে তারা
তারাই আসল খু‌নি !

বিশ্ব জু‌ড়ে ঝড় উঠে‌ছে
এক হও মুস‌লিম আজ
জা‌গো মুস‌লিম প্রতিবাদ কর
এটাই ঈমা‌নদা‌রের কাজ !

কুরআন‌কে সবাই বন্ধু কর
হা‌দিস‌কে কর সা‌থি,
সবার আগে বাচ‌বে তু‌মি
বাচ‌বে সারা মুসলিম জা‌তি !

আমি য‌দি জানতাম
‌কেম‌নে ক‌রে গু‌লি ?
‌সেথায় গি‌য়ে উড়ি‌য়ে দিতাম
ইজরাঈ‌লি‌দের খু‌লি !

‌কিন্তু ও সব নেই‌তো আমার
আ‌ছে শুধু মন,
‌ফি‌লি‌স্তি‌নি‌দের জন্য কা‌দি
তাই‌তো সারাক্ষণ।

(প্রভাষক আরবি,নওয়াগাও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সুনামগঞ্জ,সিলেট)

এ সংক্রান্ত আরও সংবাদ