প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫
সেলিম আহম্মেদ,ধর্মপাশা: সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশি অভিযানে ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে । এর মধ্যে উজ্জ্বল মিয়াকে (৩২) বিশেষ ক্ষমতা আইনে ও অন্যদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। উজ্জ্বল মিয়া উপজেলার চামরদানি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। গত বছরের ২৭ নভেম্বর মধ্যনগর থানায় দায়েরকৃত মামলায় (নম্বর ৬) তাকে গ্রেপ্তার দেখানো হয়। অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামি সঞ্জয় তালুকদার, লিটন তালুকদার, পিনু তালুকদার ও বজলু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান বলেন, গ্রেপ্তারকৃদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest