জামালগঞ্জে এসএসসি পরীক্ষায় বসছেন ১হাজার৩২জন পরীক্ষার্থী

প্রকাশিত: ৫:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

জামালগঞ্জে এসএসসি  পরীক্ষায় বসছেন ১হাজার৩২জন পরীক্ষার্থী

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আসন্ন এ পরীক্ষায় বসছেন দেশের ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।
এবার সিলেট বিভাগের সব জেলায় ছাত্রীর সংখ্যা বেশি। এ বছর পরীক্ষার ১৫৪টি কেন্দ্রে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার ১০টি প্রতিষ্ঠান ও ২টি কেন্দ্র বাড়ানো হয়েছে।

ইতোমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

সিলেট শিক্ষাবোর্ড শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার জেলাভিত্তিক এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে রয়েছে ৪০ হাজার ৯৭৯ জন। তার মধ্যে ছাত্র ১৭ হাজার ১০৯ জন ও ছাত্রী ২৩ হাজার ৮৭০ জন। সুনামগঞ্জে ২১ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার ৮৯৪ জন ও ছাত্রী ১২ হাজার ৫০১ জন।

১৫৪টি কেন্দ্রের মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ২৬ ও হবিগঞ্জে রয়েছে ৩৩টি। এছাড়া ৯৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেটে ৩৬১টি, সুনামগঞ্জে ২২৬টি, মৌলভীবাজারে ১৯০ টি ও হবিগঞ্জে ১৬৮টি।

জামালগঞ্জ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ লুৎফর রহমান জানান,
এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলতি বছর জামালগঞ্জে ১০টি বিদ্যালয়ের
১হাজার ৩২জন পরিক্ষার্থী এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে। মূল কেন্দ্র জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও সাব কেন্দ্র জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারী যারা দায়িত্বরত থাকবেন তারা প্রত্যেকে নিজের পদবী উল্লেখসহ পরিচয়পত্র ব্যবহার করবেন। আর শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ও পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন (স্মার্ট ফোন ছাড়া বাটন মোবাইল) বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

এ সংক্রান্ত আরও সংবাদ