কৈতক হাসপাতালের অবৈধ ভাবে ভূমি দখল করার প্রতিবাদে এলাকাবাসীর সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

কৈতক হাসপাতালের অবৈধ ভাবে ভূমি দখল করার প্রতিবাদে এলাকাবাসীর সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি:  ছাতকের কৈতক সরকারি হাসপাতালের ভূমি অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। হাসপাতাল চত্বরে এ প্রতিবাদ সভায় এলাকার প্রবীন মুরব্বি আলহাজ্ব আব্দুস সোবহানের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক নূর মিয়া রাজু’র পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূসরাত আরেফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরমহল্লাহ ইউনিয়নের বার-বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রি কলেজ’র সহকারী অধ্যাপক শফিকুল আলম মতি,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য এনামুল হক, বিএনপি নেতা কয়ছ মিয়া, বিএনপি নেতা ইলিয়াস উদ্দিন,সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি, সাবেক মেম্বার আব্দুর রহিম।
আরো বক্তব্য রাখেন, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ সুয়েব আহমদ, সমাজকর্মী মুহিবুর রহমান তালুকদার টুনু,প্রবাসী হাজী একলাছ মিয়া, সাবেক মেম্বার শামসুদ্দিন, প্রবাসী সমাজকর্মী ইমান উদ্দিন, হাজী আসকর আলী, ব্যবসায়ী আব্দুল লতিফ, সুয়েবুর রহমানসহ জাউয়াবাজার, চরমহল্লাহ, দক্ষিণ খুরমা, সিংচাপইড় ও ভাতগাঁও ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ভূমি খেকোঁ চক্র’র জাল দলিল সৃজন করার প্রতিবাদে আজকের এ প্রতিবাদ সভা। এ চক্রের মূল হোতা জনৈক যুক্তরাজ্য প্রবাসী কবির আহমদ একজন প্রতারক,লম্পট,পরধনলোভী, মামলাবাজ বটে। এদের কবল থেকে সরকারি হাসপাতালের ভূমি রক্ষা করা সকলের দায়িত্ব ও কর্তব্য। কোনক্রমেই সরকারি হাসপাতালের ভূমি অবৈধ দখলদার বাহিনী যাতে দখল করতে না পারে সেই ব্যবস্থা গ্রহনে আমাদের সকলের সহায়তা প্রয়োজন। সরকারি হাসপাতালের সৌন্দর্য রক্ষা করা সকলের দায়িত্ব। প্রশাসনের উদ্যোগে এই প্রতারক চক্র,অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান বক্তারা।
পরে সরকারি হাসপাতালের দানকৃত ভূমির উপযুক্ত দলিল প্রধান অতিথি’র কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।