প্রকাশিত: ৫:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
আব্দুস সামাদ আফিন্দী,বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭এপ্রিল (সোমবার) জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন( ভারপ্রাপ্ত)সহকারী প্রধান শিক্ষক মোছাঃ তাইয়েবুননেছা আফিন্দী,সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার, মোঃ মোজাহিদ হোসেন,অর্চনা রানী তালুকদার,মোস্তফা কামাল খাঁন,চন্দন চন্দ্র পাল,এ.বি.এম মাছুম,মোঃ কবির উদ্দিন ইয়াসমিন চৌধুরী, দানবেন্দ্র তালুকদার, মোঃ আবু সোহাগ,মোঃ আতাউর রহমান,ইমরুল হাসান সহ অনেকেই।
এসময় দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওঃ আব্দুস সালাম।
এসময় প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান তার বক্তব্যে বলেন, আজকের বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে আসবে। পরীক্ষার খাতায় প্রয়োজনীয় তথ্য ও সেটকোড মনোযোগ সহকারে লিখবে। কোনো ভুল বা জরুরি কোনো প্রয়োজন হলে অবশ্যই হলের তথ্যাবধায়ক অথবা হলের সুপার মহোদয়কে জানাবে। সবার সফলতা কামনা করছি। সবার জীবন আলোকিত হোক।
আলোচনা শেষে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সব পরীক্ষার্থীর হাতে কলম, ফাইল, স্কেল রুটিন, এডমিট কার্ড তুলে দেন। সে সময় শিক্ষক, শিক্ষার্থী ও মধ্যে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়।
জানা যায় যে চলতি বছর জামালগঞ্জে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে ১হাজার ৩২জন শিক্ষার্থী।
এ বিদ্যালয় থেকে এ বছর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট ১শ ৬৫জন পরীক্ষার্থী আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest