সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের পথসভা

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের পথসভা

সেলিম আহম্মেদ, ধর্মপাশা :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক ধর্মপাশা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পথসভা করেছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ছয়টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক সময়ে পথসভার মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। আনিসুল হক জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন। নেতার আগমন উপলক্ষে উপজেলা বিএনপির নেতাকর্মীরা তিন শতাধিক মোটরসাইকেলর একটি বহর নিয়ে গিয়ে তাঁকে স্বাগত জানান। পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে তিনি বক্তব্য রাখেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম রহমত, জুলফিকার আলী ভুট্টো, সদস্য কাজী মাজহারুল হক, আফসার আলম চন্দনপীর, জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূরুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল, সদস্য সচিব তোফায়েল আহমেদ (সোহাগ), উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম হাবিবুল্লাহ প্রমুখ

এ সংক্রান্ত আরও সংবাদ