৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ;এমপি প্রার্থী সালমা নজির

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ;এমপি প্রার্থী সালমা নজির

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ এক আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তৃণমূল বি এনপির নেতা কর্মী সমর্থক সহ আপামোর জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে সালমা নজির বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার বিকল্প নেই। শনিবার মধ্যনগর উপজেলায় হাজার হাজার নেতাকর্মী সমর্থক ও আপামর জনগনের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীর প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য ঈদ পরবর্তী শুভেচ্ছা সহ লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিম-লে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান এমপি প্রার্থী সালমা নজির।

মধ্যনগর উপজেলায় গনমানুষের নেত্রী সালমা নজির কে বরন করা এবং লিফলেট বিতরন কালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বি এনপির আহ্বায়ক আবু হায়াত, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, তাহিরপুর উপজেলা বি এনপির সাবেক সফল সাধারণ সম্পাদক রুহুল আমিন, মধ্যনগর উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক আবুল বাশার,মোশাহীদ তালুকদার, মমিনুল হক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে ধর্মপাশা উপজেলার বাদশাগন্জ বাজারে বিশাল সংবর্ধনা দেন উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভুট্টু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ