জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিমের পিতা হারিছ আলীর দাফন সম্পন্ন

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিমের পিতা হারিছ আলীর দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি :  সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি,ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রহিম’র পিতা হারিছ আলীর দাফন সম্পন্ন হয়েছে। ৫ এপ্রিল শনিবার রাত সাড়ে আটটায় কৈতক কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম হারিছ আলীর নামাজে জানাজা অনুষ্টিত হয়। নামাজ পূর্ব আলোচনায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন, কৈতক গ্রামের প্রবীন মুরব্বি আলহাজ্ব আব্দুস সোবহান, আলহাজ্ব এখলাছ মিয়া, প্রবীন মাস্টার দেওয়ান আবুল কালাম,বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বকুল,বিশিষ্ট ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক,ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,সাংবাদিক নূর মিয়া রাজু, মরহুমের সুযোগ্য পুত্র,সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি,জাউয়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রহিম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন,বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা) আসনের বার-বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এক বিবৃতিতে উপস্থিত সকলের প্রতি সালাম জানিয়ে সকলের দোয়া কামনা করে মরহুম হারিছ আলীর নামাজে জানাজায় উপস্থিত সকলের দোয়া কামনা করেছেন। মরহুম হারিছ আলীর জন্য পরম আল্লাহ তায়ালা যেন সুখময় জিন্দেগী দান করেন এ কামনা করেন।
নামাজে ঈমামতি করেন, কৈতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সালেহ মোহাম্মদ হোসাইন।
উল্লেখ্য, মরহুম হারিছ আলী গত শনিবার দুপুরে বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন, শনিবার রাত সাড়ে আটটায় কৈতক কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।