সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি : ছাতকের সিংচাপইড় ইউনিয়নের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। ৪ এপ্রিল শুক্রবার রাতে ছাতক ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিফের নেতৃত্বে একটি সেনা টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও এলাকার মো. তুরন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় সেনা টহল টিমের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক আছকন্দর আলীর পুত্র মো. তুরন মিয়া। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র,নগদ টাকা--১,০৭,৮০০,ছুরি--০৩ টি, ল্যাপটপ (Dell)--০১ টি,বাইনো--০১ টি,বাটন মোবাইল--০৩ টি, এ টি এম কার্ড--১৩ টি,পাসপোর্ট--০২ টি,মাটুল-- ০১ টি, রামদা-- ০৫ টি, টেটা--০২ টি।মেজর আল জাবির মোহাম্মদ আসিফ জানান, উদ্ধারকৃত
অস্ত্র, টাকা ও মালামাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন কোনো অস্ত্র বাজদের ছাতক উপজেলায় ট্রাই হবে না অপরাধীর বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন