ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ২ আসামি গ্রেফতার

ছাতক প্রতিনিধি :  ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১০ টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজন তালুকদার (৬০) গোবিন্দ গঞ্জ -সৈদের গাঁও ইউনিয়নের পীরপুর- মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল মমিনের পুত্র ও গোবিন্দ গঞ্জ -সৈদের গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

গ্রেফতার মো.শাহিন মিয়া (৪০) জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আজাদ মিয়ার পুত্র। তিনি জাউয়াবাজার
ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
পুলিশ জানিয়েছে,ছাতক থানার মামলা নং ১৫ (২) ২৫ এর
সন্দিগ্ধ আসামি রাজন তালুকদার ও মো. শাহিন মিয়া। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আব্দুল কবির,এসআই সঞ্জয় রায় এবং ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী,এস আই রেজাউল করিম, পি এস আই মঞ্জুরুল ইসলাম, এ এস আই আরিফুজ্জামান, এ এস আই রাসেল আহমদ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, দুই আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের থানা হাজতে রাখা হয়েছে। শনিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ