প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
ছাতক প্রতিনিধি : ছাতক থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় তারেক আহমদ ও সিআর ওয়ারেন্টভূক্ত আসামী রমজান আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের দিক নির্দেশনায় থানার এসআই সিকান্দর, এসআই রেজাউল, এসআই রাহিম, এএসআই তোহা সঙ্গীয় ফোর্স সহ ছাতক থানার মামলা নং-১৫(২)২৫ জিআর-৪২/২৫ এর সন্দিগ্ধ আসামী উওর খুরমা ইউনিয়নের আমেতল গ্রামের আজমান আলীর পুত্র তারেক আহমদ (২৪) গ্রেফতার করা হয়েছে। তারেক উওর খুরমা ইউনিয়ন ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলো বলেও জানা গেছে।
ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনের পর ঢাকা গিয়ে গা ঢাকা দিয়ে গণঅধিকার পরিষদের সদস্যের সাথে ছবি তুলে রুপ পাল্টানোর চেষ্টা করে এমন কি মামলায় জরিয়ে এলাকার সাধারণ মানুষের ক্ষতিসাধনের চেষ্টা ও করেছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ছাতকের তারেক আহমদ গণঅধিকার পরিষদের কোনো সদস্য নয়,কয়দিন অফিসে এসেছে মাত্র যখন থেকে তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তখন থেকে আমি নিজেও থাকে খোঁজে পাচ্ছি না।
সি আর-৩০৪/২০১৮ (ছাতক) এর পরোয়ানা ভুক্ত আসামী
দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিপুর গ্রামের
কালা মিয়া’র পুত্র রমজান আলী (৩৫) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন রাজনৈতিক মামলার তারেক আহমদ ও সিআর ওয়ারেন্টভূক্ত রমজান আলী
গ্রেফতার কৃত দুজন আসামী কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest