প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার গন মানুষের নেতা বার বার নির্বাচিত বি এনপি মনোনীত সাবেক সংসদ সদস্য, রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জেলা বি এনপির সাবেক সফল সভাপতি প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পর মুক্ত বাতাসে কোন দুঃশ্চিন্তা ছাড়াই দেশের প্রধান রাজনৈতিক দল বি এনপির নেতা কর্মী সমর্থক সহ দেশের সাধারন মানুষ আনন্দের সহিত ঈদ উদযাপন করেছে। এবারের ঈদে অনেকটা পার্থক্য রয়েছে এবার মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করেছে যাহা বিগত বছরগুলোতে পারেনি। তিনি বলেন বিগত স্বৈরাচার সরকার তাদের ১৭ বছরের শাসনামলে এদেশের মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল।মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার সনদই হচ্ছে এই ৩১ দফা।পতিত স্বৈরাচার শেখ হাসিনার পেতাত্বারা এখনো দেশে এবং দেশের বাহিরে বসে বি এনপি ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে তাদের যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাক থেকে কাজ করতে হবে।
শুক্রবার সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলা বি এনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে বিভিন্ন হাট বাজারে সাধারণ জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন জামালগন্জ উপজেলা বি এনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহব্বায়ক আব্দুল মালিক,উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক আজিজুর রহমান, তাহিরপুর উপজেলা বি এনপির সাবেক সফল সাধারণ সম্পাদক রুহুল আমিন,উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বি এনপির আহব্বায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজী সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest