সুজন তালুকদার,ছাতক:ছাতকে সেওতরপাড়া দারুসুন্নাহ ইসলামি যুব সংঘের উদ্দোগে এলাকায় মুর্দেগান ও আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রঃ) ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন।
২১-২২ ডিসেম্বর স্থানীয় নতুন ধারন বাজার সংলগ্ন মাঠে আল্লামা হুছাসামুদ্দীন চৌধুরী ফুলতলী ও এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরো বয়ান পেশ করেন আল্লামা মাসরুর আহমদ খান,অধ্যাপক মাওলানা মুনির উদ্দিন,হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম, মাওলানা আউয়াল ফয়সাল বিন তাহেরি,মাওলানা ফারুক আহমেদ লস্কর সহ উলামায়ে কেরামগণ। অনুষ্ঠানে ইসলামি সংঙ্গীত পরিবেশন করেন মারজান মুহাম্মদ রুহি
সফল ভাবে মাহফিল সমাপ্তি শেষে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জেলা প্রশাসক উপজেলা প্রশাসন কে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন