সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ও ভক্তরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও একদিন আগে ঈদ পালন করে থাকেন।
রোববার (৩০মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের দশধরী গ্রামের সুরেশ্বর দরবার শরীফের খলিফা মো.এখলাছ মিয়ার খানকায়ে শরীফে জামাতের সহিত ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের ভক্ত মো.পলাশ মিয়া।
একই দিন ও সময়ে ধর্মপাশা উত্তর পাড়া জুলহাস মিয়ার বাড়িতে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। ইমামতি করেন মাওলানা রিফাতনূরী আল মোজাদ্দেদী। নামাজ শেষে যিকির আযকার ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন