জামালগঞ্জে আব্দুল জলিল ফাউন্ডেশন”র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

জামালগঞ্জে আব্দুল জলিল ফাউন্ডেশন”র পক্ষ থেকে ঈদ  উপহার  বিতরণ

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
মানুষের পাশে এ স্লোগান কে সামনে রেখে ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইতালী প্রবাসী মোঃ আব্দুল জলিল এর উদ্যোগে ” আব্দুল জলিল ফাউন্ডেশন” জামালগঞ্জ শাখার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নে প্রায় শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।

বিতরনকালে উপস্থিত ছিলেন আব্দুল জলিল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ত্যাগী বিএনপি নেতা মোঃ জালাল উদ্দিন ফারুকী, উপদেষ্টা ও ত্যাগি বিএনপি নেতা মোঃ সংগ্রাম হোসেন সহ জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আরো নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য যে, আব্দুল জলিল ফাউন্ডেশন সামাজিক বিভিন্ন অবক্ষয় সমাজের জন্য বিভিন্ন ক্রাইসিস সময়ে অসহায় দরিদ্র মানুষের জন্য সর্বদা সহযোগিতা করে যাচ্ছে। জামালগঞ্জ সহ সুনামগঞ্জ ১ আসনের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন সংগঠনের চেয়ারম্যান ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল প্রবাস থেকেও স্বপ্ন দেখেন দেশের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার।
ভবিষ্যতেও ব্যাপক আকারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান।