তাহিরপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য ; শাহিন, দেবাশীষ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

তাহিরপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য ; শাহিন, দেবাশীষ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগন্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির দুই সদস্য শাহিন মিয়া ও দেবাশীষ সরকার কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন তাহিরপুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা বি এনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতাকে মিষ্টি মুখ করিয়ে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে নেয়া হয়।

ফুলেল শুভেচছায় বরন করার সময় উপস্থিত ছিলেন
সুনামগঞ্জ জেলা যুবদলের গ্রাম বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা যুবদল সদস্য সুলতান আহমদ নূরু, তাহিরপুর উপজেলা যুবদল নেতা আবু হুরায়রা সোহাগ, উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য নুর মিয়া,সজল চন্দ্র সরকার,নাঈম,ছাত্রদল সদস্য মজিবুর রহমান,নবাব মিয়া, মানিক মিয়া,ইয়াহিয়া, আরিফ মিয়া সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে গত ১৩ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত সুনামগঞ্জ জেলার ৫১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়।