জামালগঞ্জে গাছে গাছে আল্লাহর জিকির ও গুনবাচক নাম

প্রকাশিত: ৬:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

জামালগঞ্জে গাছে গাছে আল্লাহর জিকির ও গুনবাচক নাম

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালবাজার সড়ক। এই সড়ক দিয়ে চলাচল করে তিনটি ইউনিয়নের মানুষ।
সড়কটি সবসময় রিক্সা, অটো ও মানুষ চলাচলে মোটামোটি অনেকটাই ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে নানা প্রজাতির ছোট-বড় অসংখ্য গাছ। সেই অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহর জিকির। এমন দৃশ্য সড়কে চলাচলকারী সবার নজর কেড়েছে।
লালবাজার, মানিগাঁও, ছেলাইয়া সড়কের দুই পাশের গাছে মহান আল্লাহ্’র গুণবাচক নাম ও আল্লাহর জিকির সম্বলিত ফেস্টুন পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। ঝড় বৃষ্টি থেকে ফেস্টুনগুলোকে বাঁচাতে করা হয়েছে লেমেনেটিং।
ফেস্টুনে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ সহ আল্লাহ তাআলার অনেক গুনবাচক নাম ।
এমন দৃশ্য নজর কেড়েছে রাস্তায় চলাচলকারী মানুষের। আরবি ও বাংলায় লেখা আল্লাহ তা’লার গুণবাচক নাম পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানান শ্রেণি পেশার মানুষ। স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে, কে বা কারা গাছে টাঙিয়েছে তা জানেন না কেউ। স্থানীয়রা বলছেন- ‘রাতের কোনো সময়ে কেউ না কেউ গুণবাচক নামগুলো টাঙিয়েছে। কিন্তু এ নামগুলোর ফেস্টুনে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই।

পথচারিরা জানান, গাছের মধ্যে অনেক ফেস্টুন থাকে। অনেক সময় তাকাতে ইচ্ছা হয় না। কিন্তু আল্লাহর জিকির লেখা সম্বলিত ফেস্টুন গাছে সাঁটানো সত্যিই প্রশংসনীয়। সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়। তাই ফেস্টুন দেখলেই জিকির হয়ে যাবে। অনেকেরি জিকির অভ্যাসে পরিণত হবে। অবশ্যই এটা ভালো উদ্যোগ।