তাহিরপুরে যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

তাহিরপুরে যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:  তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও দেশ নায়েক তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮ শে মার্চ শুক্রবার আলহাজ্ব জয়নাল আবেদীন মীল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলে লোকে লোকারন্য ছিল।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গন মানুষের নেতা নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো ছাত্রনেতা, ফ্যাসিষ্ট হাসিনার পুলিশ বাহিনী দ্বারা নির্যাতীত কারাবরনকারী, তাহিরপুর উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন,বক্তব্য রাখেন উত্তর বড়দল ইউনিয়ন বি এনপির সাবেক সভাপতি নজরুল শাহ,তাহিরপুর উপজেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ সামছুদ্দিন আহমেদ, এমদাদুল হুদা,ভাস্কর রায়, নাসের উজ্জল,জেলা যুবদল নেতা মাহবুব মল্লিক, উপজেলা যুবদল আহব্বায়ক এনামুল হক, সদস্য সচিব আবু সায়েম,তাহিরপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল বারিক, স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন মিয়া, সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবুল কালাম, উত্তর বড়দল ইউনিয়ন যুবদল সভাপতি আক্তার হুসেন,যুবদল নেতা লিংকন, আলামিন, সবুজ মিয়া সহ অন্যান্ন নেতৃবৃন্দ।

তাহিরপুর উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক রাখাব উদ্দিন বলেন, বিএনপি সবসময় জনগণের দল। আমরা জনগনের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। একইসঙ্গে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, জনগণ সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ছিল। বিএনপির প্রতিটি নেতা-কর্মী ত্যাগ স্বীকার করে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা একসঙ্গে থেকে, ঐক্যবদ্ধ থেকে, দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবো।

সুনামগঞ্জ জেলা আহব্বায়ক কমিটির সদস্য ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকার বিগত ১৭ বছর আামদের নেতা কর্মী সমর্থকদের মামলা হামলা করে নির্যাতন করেছে।আমরা তৃণমুল থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন গুমের শিকার হয়েছেন, অনেকেই কারাঅভ্যন্তরে ছিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিন। মানুষ তার পছন্দের ব্যাক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করুক।দেশে একটি সুন্দর গনতন্ত্র প্রতিষ্ঠিত হউক।