হাওর রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় ও ইফতার মাহফিল
সেলিম আহম্মেদ, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক সেলিম আহম্মেদ ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ, শাকিন শাহ প্রমুখ।
জাস্ট নিউজ বিডি-এর সম্পাদক গোলাম ইউসূফ সাগরের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ডেইলি অবজারভার ধর্মপাশা প্রতিনিধি আরিফ খান। পরে উপস্থিত সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে পেশাগত নানা বিষয়ে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে গোলাম ইউসুফ সাগর বলেন, সাংবাদিকতা সমাজের চতুর্থ স্তম্ভ এবং এটি একটি বিশাল শক্তি। এই শক্তিকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজে লাগিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি হাওর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান।
ইফতার পূর্বে কোরআন থেকে তিলাওয়াত মোনাজাত পড়েন বাদশাগঞ্জ জামিয়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো.আনোয়ার হোসেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন