ছাতকে আঞ্জুমানে তা’লিমুল কুরআন পরিচালিত মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

ছাতকে আঞ্জুমানে তা’লিমুল কুরআন পরিচালিত মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

সুজন তালুকদার :  আঞ্জুমানে তা’লিমুল কুরআন পরিচালিত মাসব্যাপী প্রশিক্ষন কোর্সের সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা সম্পন্ন হয়েছে।

২৮ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক হাসপাতাল জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র আয়োজন সম্পন্ন হয়।
কৈতক তা’লিমুল নিসা তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা সুপার ক্বারি হাফিজ মাওলানা বদরুল আলমের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা মোবারক হুসাইন’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৈতক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ সালেহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাউয়া বাজার ইউপি’র সাবেক মেম্বার আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক ও অর্থ সম্পাদক নূর মিয়া রাজু, প্রেসক্লাবের নির্বাহি সদস্য সাংবাদিক রাজ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক ক্বারি মাওলানা তাজুল ইসলাম, ক্বারি হাফিজ আজমল হোসাইন, ক্বারি হাফিজ সাইদ আহমেদ, ক্বারি সালমান আহমদ, ক্বারি মিজানুর রহমান, মধ্যপ্রাচ্য সৌদি আরব প্রবাসি আলহাজ্ব এখলাছ মিয়া ও মাদ্রাসার মহিলা ক্বারিয়া সেলিনা আক্তার। আলোচনা পূর্বে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সাইদ আহমেদ।
এ ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন, ক্বারি আব্দুল কদ্দুস,ইব্রাহিম মিয়া,মিছবাহুল করিম, রুবেল মিয়া,আফরোজ আলী,আব্দুস সাত্তার,উজ্জ্বল মিয়া,মাদ্রাসার শিক্ষার্থী মহিম আহমদ,আহসান হাবিব, সুলতান মাহমুদ, রায়হান আহমদ প্রমূখ।
আলোচনা সভা সমাপ্ত করে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশেষ মোনাজাত পাঠ করেন মাওলানা হুসাইন আহমদ সালেহ।