সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া ও সিদলী গ্রামের লোকজন জলুষা গ্রামের লোকজনের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানীর অভিযোগ এনে মানববন্ধনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টায় আমজোড়া খেলার মাঠে আমজোড়া ও সিদলী গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচিতে জলুষা গ্রামের বাসিন্দা নূরজামাল, খসরুজ্জামান কবির, আলমগীর, মিজান, শাহ আলম, লালচান, সাইরুল, মানিক মিয়া, সাগরের বিরুদ্ধে আমজোড়া গ্রামের ইউপি সদস্য উজ্জ্বল মিয়া, আজিমুল, রিফাল, নূরকুলসহ তাদের লোকজনের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন, উজ্জ্বল মিয়া, রুহুল আমিন, ওলিউজ্জামান, সাব্বির হাসান, মোশারফ হোসেন, মো. রিফাল, জজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমজোড়া ও সিদলী গ্রামের লোকজনের সাথে জলুষা গ্রামের একটি পক্ষের মধ্যে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে। জলুষা গ্রামের অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে আমজোড়া ও সিদলী গ্রামের লোকজন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে স্থানীয় জনতা বাজারে এবং কৃষি কাজের জন্য হাওরেও যেতে পারছেন না। পূর্ব শত্রুতা, মামলা সংক্রান্ত বিরোধীতা ও অটোরিকশায় যাত্রী পরিবহন নিয়ে দ্বন্দ্বের জেরে তিন গ্রামবাসীর মধ্যে যে কোনো সময় সংঘর্ষে জড়ানোর আশঙ্কা রয়েছে।
চামরদানী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল মিয়া বলেন, আমার বাবাকে পরিবহন না করায় জলুষা গ্রামের অটোরিকশা চালক হোসেনের সাথে গত ১৬ ফেব্রুয়ারি বাকবিতন্ডা হয়েছিল। এমনকি বাবাকে বাজারে আটকে রাখা হয়েছিল। পরেরদিন জনতা বাজারে সালিশ হলেও হোসেন ক্ষমা না চাওয়ায় উভয়পক্ষের মধ্যে মারমারি হয়। পরে হোসেন মা আমাদের বিরুদ্ধে মামলা করেন। হোসেনের ঘটনাকে কেন্দ্র করে খসরুজ্জামান, লালচানসহ তাদের লোকজন পূর্ব শত্রুতার জের মেটাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। খসরুজ্জামান কবির ও লালচান বলেন, উজ্জ্বল ও তার লোকজন অটোরিকশা চালক হোসেনের বাবার দাড়ি ছিড়ে ফেলেছিল। সবাই বাজারে আসতে পারে। উজ্জ্বলের পরিবার ছাড়া অন্য কাউকে বাজারে আসতে বাধা দেইনি।
মধ্যনগর থানার ওসি সজীব রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, স্বাধীনভাবে চলাফেরায় কেউ বিঘ্ন ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া উভয় পক্ষের লোকজন ডেকে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন