তাহিরপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

তাহিরপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া এবং দেশের সমৃদ্ধি কামনায় তাহিরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে সুনামগঞ্জ—১ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিল পূর্বে বিশাল আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সুনামগঞ্জ— ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।

উপজেলা বিএনপি নেতা ও বিশিষ্ট সাংবাদিক বাবরুল হাসান বাবলুর সঞ্চালনায়
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লোকমান আহমেদ, বিএনপি নেতা আবুল হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আহবায়ক কমিটির সদস্য খসরুল আলম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, চান মিয়া মাস্টার, বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ, উপজেলা জামায়াত আমির রোকন উদ্দিন, আমির শাহ, ইউপি চেয়ারম্যান আলী হায়দার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মাহবুব চৌধুরী, শামীম আহমেদ,জেলা যুবদল সহ দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাইনুদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম যুবদল সদস্য শাহিন মিয়া,নুর মিয়া, ছাত্রদল নেতা রাহুল রাব্বি,শাওন ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

এ সংক্রান্ত আরও সংবাদ